সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০২৪ ১৩:২৮

ড. ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে মঙ্গলবার বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে দুই দিনের সাম্প্রতিক সফরের ওপর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আমন্ত্রণ জানান বলে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ড. ইউনূস তার কাছ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এখন অবৈধভাবে সংগৃহীত অর্থ ব্যবহার করে তার (প্রধানমন্ত্রী) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সরকারপ্রধান বলেন, ‘তাকে ঈর্ষা করার কিছু নেই। তিনি এসে আমার সাথে বিতর্ক করতে পারেন, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রে করা হয়।’

টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, ড. ইউনূস অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে তার (প্রধানমন্ত্রী) বিরুদ্ধে লিখছেন। এর আগে বেশ কয়েকজন নোবেলজয়ীর প্রকাশিত বিবৃতি ছিল একটি বিজ্ঞাপন।

শেখ হাসিনা প্রশ্ন করেন, ‘তিনি (ড. ইউনূস) এত জনপ্রিয় হলে কেন তাকে বিজ্ঞাপন দিতে হলো?’

তিনি বলেন, ‘সারা বিশ্বের মানুষেরই তো তার পক্ষে কথা বলার কথা, কিন্তু কেউ তার পক্ষে কথা বলতে এগিয়ে আসেনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সাথে ওই সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

আপনার মন্তব্য

আলোচিত