স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৪ ১২:১৩

চিলিকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

টানা দুই জয়ে কোপা আমেরিকার নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারানো আর্জেন্টিন এবার জয় পেয়েছে চিলির বিপক্ষে। আর্জেন্টিনার এবারের জয় ১-০ গোলে।

আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ।

এই জয়েই আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা। গ্রুপ ‘এ’-তে শুরু দুই ম্যাচেই জিতে শীর্ষে থাকা মেসির পয়েন্ট ৬। দুইয়ে থাকা কানাডার পয়েন্ট ৩ এবং সমান ১ পয়েন্ট নিয়ে শেষের দুই স্থানে যথাক্রমে চিলি ও পেরু।

কোপার এই যুক্তরাষ্ট্র আসরের গ্রুপপর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ পেরুর বিপক্ষে, আগামী ৩০জুন। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

আপনার মন্তব্য

আলোচিত