Sylhet Today 24 PRINT

ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনা কবলিত ট্রেনটির যাত্রীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.