নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৪ ০০:২৫

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৬

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট মাহনগরের সুরমা মার্কেট এলাকার একটি হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন।

আটককৃতরা হচ্ছে- মো. আলেক মিয়া (৩৬), কবির আহমদ (২৯), রাহেল আহমদ (৩০), মো. রফিক মিয়া (৬৫) এবং ২৩ ও ২৪ বছর বয়েসি দুই নারী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটে অবস্থিত নিউ সুরমা আবাসিক হোটেলের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে চার পুরুষ ও দুই নারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলার মাধ্যমে  আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত