Sylhet Today 24 PRINT

রাতারগুলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২৪

সিলেটের রাতারগুল পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শামীম আলী (১৬) নামে এক কিশোর মারা গেছে।

শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় পানিতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শামীম সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৯ জুন) রাতারগুল জলাবনে বাইসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল চার কিশোর।

সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামে তারা। এ সময় শামীম পানিতে তলিয়ে যায়। তবে অন্য তিনজন পারে ওঠে আসে। এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও গতকাল তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে আলো স্বল্পতায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। এরপর আজ শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.