Sylhet Today 24 PRINT

সিলেটে কোয়ারেন্টিনে আরও ৫০৫ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০২০

সিলেটে নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৫০৫ জন। বর্তমানে সিলেটে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন মোট ২ হাজার ৯১ জন। এছাড়া ২৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৯১ জন, সুনামগঞ্জ ১৬৮ জন, হবিগঞ্জে ১৪০ জন ও মৌলভীবাজারে ৯৫ জন। এছাড়া হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১১ জন। এদের মধ্যে ৬ জন সিলেটের ও ৫ জন হবিগঞ্জের।

গত ২৪ ঘন্টায় আরও ১২ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সিলেটে ৩ জন ও হবিগঞ্জে ১৪ জন। ৭ জন ছাড়পত্র পেয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে থেকে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২০৯১ জন। এর মধ্যে সিলেটে ১৩৩ জন, সুনামগঞ্জে ৯৮৫ জন, হবিগঞ্জে ৩২০ জন, মৌলভীবাজারে ৬৫৩ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২০১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১১০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.