জুড়ী প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২০ ২২:২৬

জুড়ীতে ৭ জনকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইনে সাত জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিম চন্দ্র বনিক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪/৬৬ মোতাবেক উপজেলার নয়াগ্রাম গ্রামের শফিকুল ইসলাম, জাঙ্গিরাই গ্রামের আবু মূসা, ভোগতেরা গ্রামের রুবেল আহমদ, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের সুহেল, দোহালিয়া গ্রামের মিজানুর রহমান, কুলাউড়া উপজেলার হাবিবুর রহমান, বি বাড়ীয়ার শ্যামল চন্দ্র দাসকে প্রত্যেককে পাঁচশত টাকা করে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত